কলেজটি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধিনে কৃষি ডিপ্লোমা , বিএমটি শাখা পরিচালিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি সাপেক্ষে বিএ, বিএসএস ও বিবিএস শাখা পরিচালিত হয়ে আসছে। তাই পরর্বতীতে বিএসসিসহ ডিপ্লোমা ইন ফিসারিজ , স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর পর্যন্ত খোলার ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে।
- | Years | - | Months | - | Days |