16 ডিসেম্বর 1985 খ্রি. মহান বিজয়ের পড়ন্ত বিকেলে ঢাকা- জামালপুর, ঢাকা-সরিষাবাড়ী মহাসড়কের সংযোগস্থলে, দিগপাইত বাসস্ট্যান্ডের সন্নিকটে বংশাই নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত দিগপাইতে সহস্রাধিক শিক্ষানুরাগী এলাকাবাসী ও প্রশাসনের উচ্চ কর্মকর্তাদের নিয়ে বর্তমান দ্বিতল ভবনের উত্তরপাশ্বে বাঙালির ঐতিহ্য বাঁশের খুটির সাথে লাল কাপড়ে মুড়িয়ে তীর ধনুক খচিত খুঁটি দিয়েই সর্বশক্তিমান আল্লাহর নামে শিক্ষার আলোকবর্তিকা--জ্ঞানপিপাসু মানুষের আকাঙ্কার প্রতিফলন ঘটল এবং স্থাপিত হল দিগপাইত মহাবিদ্যালয়ের ভিত্তি-পরবর্তীতে দিগপাইত শামছুল হক মহাবিদ্যালয় ; পরিশেষে আজকের দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ ।