১. দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজ শিক্ষক-কর্মচারী ও গভর্নিং বডি সমন্বয়ে সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরিচালিত হয়। সিলেবাস অনুযায়ি অভ্যন্তরিন পরিক্ষা ও বোর্ড সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনী ও বোর্ড পরীক্ষা গ্রহন করা হয়। ড্রেস ও আইডি কার্ড ছাড়া কোন শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না। গেইটে নিরাপত্তার ব্যবস্থা হয়ে এবং মোবাইল চেকিং এর মাধ্যমে শিক্ষার্থীদের কে প্রবেশ করতে হয়।
২. কলেজে মোট জমির পরিমান 6.18 একর । এর মধ্যে কলেজের ক্যাম্পাস, খেলার মাঠ, পুকুর, আবাধি জমি, আবাসিক এলাকাসহ অন্যান্য ।
চেয়ার টেবিল ব্যাঞ্চ, হোয়াট বোর্ড, ল্যাপটপ, ড্যাস্কটপ, কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ল্যাব, অধ্যক্ষ টেবিল, লেকচার টেবিল , ডেক্স টেবিল, ফটোকপি মেশিন, জেনারেটর , ফুটবল , ক্রিকেট , ভলিবল , কেরাম , দাবা ইত্যাদি সরঞ্জামাদি রয়েছে।
৩. দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজের বিজয় নামে প্রসপেতটাস রচিত হয়েছে । যাহা এলাকার সুধি, গভর্নিং বডি, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের ছবি ও লেখা রচিত হয়।
৪. মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ঢাকা, ও জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজিপুর এর মাধ্যমে কর্তৃক প্রকাশিত সিলেবাসের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদান প্রদান করা হয়।